Header Ads

ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং গ্রোগ্রামঃ


অ্যালগরিদমঃ


        (১) প্রোগ্রাম শুরু। 

        (২) ইনপুট হিসাবে a এর মাধ্যমে গ্রহণ। 

        (৩) তুলনাঃ a এর মান কী ০ এর চেয়ে বড়? 
             (ক) যদি হাঁ হয় তবে ধনাত্বক হিসাবে প্রদর্শন করবে। 
             (খ) যদি না হয় তবে ৪ নং এ গমন। 

        (৪) তুলনাঃ a এর মান কী ০ এর চেয়ে ছোট ? 
             (ক) যদি হাঁ হয় তবে ঋণাত্বক হিসাবে প্রদর্শন করবে। 
             (খ) যদি না হয় তবে সংখ্যাটি শুন্য হবে। 

        (৫) প্রোগ্রাম শেষ। 


ফ্লোচার্টঃ


টেকবিডি

প্রোগ্রামঃ


?
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
#include<stduo.h>
 
#include<conio.h>
 
main ()
 
  {
 
    clrscr();
 
    int a;
 
    printf("Enter the number:");
 
    scanf("%d", &a);
 
    if(a > 0)
  
    printf("The number is positive.");
 
    else if(a < 0)
 
    printf("The number is negative.");
 
    else
 
    printf("The number is zero.");
 
    getch();
 
  }

        এর আউটপুট হলোঃ 


যদি উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলবেন নাহ


       

No comments

Powered by Blogger.